রির্পোট:নাগরিক সাংবাদিক.
শিক্ষা নগরী বরিশালের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসনের পরিচালনায় জেলা সদরে ‘বরিশাল কালেক্টরেট স্কুল (বিসিএস)’ নামে একটি নতুন স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পর্যাপ্ত ইতিবাচক অভিমত পাওয়া গেলে-
# ২০১৭ সালের জানুয়ারি থেকেই স্কুলটি চালু করা হতে পারে;
# স্কুলটিতে নার্সারি, কেজি, ক্লাস ওয়ান, ক্লাস টু ও ক্লাস থ্রি এই পাঁচটি শ্রেণির মাধ্যমে প্রাথমিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে;
# স্কুলটিতে এনসিটিবি’র পাঠক্রম অনুসরণে বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যম অথবা বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে চালু করে জাতীয় ও আন্তর্জাতিক মানের পাঠদান নিশ্চিত করা যেতে পারে।
যে কোনো একটি মূল্যবান অভিমতই প্রস্তাবিত স্কুলটির ভিত রচনা করতে পারে।
সকলের অভিমত কাম্য।
Post By : DC Gazi Saif
(Visited ১০ times, ১ visits today)

















