বরিশালের ক্রিকেটার নুরুজ্জামান আলমের সাথে কিছু সময়।

0
1646

Sharing is caring!

বরিশালের প্রথম সারির খেলয়ার নুরুজ্জামান আলমের মুখমুখি হয়েছিলেন নুরে আলামিন বাপ্পী।।বিপিএল সহ নানা বিষয়ে কথা হলো।। জানালেন নানা কথা।।

- Advertisement -

Image may contain: 2 people, people smiling, beard, outdoor and close-up

#কেমন আছেন??

নুরুজ্জামান আলম: আলহামদুলিল্লাহ ভালোই আছি।

#এবারের এনসিএলে আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন??

নুরুজ্জামান আলম: আলহামদুলিল্লাহ, ভালো ছিল, কিছু ভুল ছিল, ভুল গুলি না করলে হয়ত আরো ভালো বলা যেত ।

#এখন তো খেলা নেই।।সময় কি ভাবে কাটাচ্ছেন??

নুরুজ্জামান আলম: এন,সি,এলের এক রাউন্ড বাকি আছে, আপাদত ন্যাশনাল চাম্পিয়নশীপ খেলছি।

#জাতীয় দলে খেলার ইচ্ছে কতটুকু??

নুরুজ্জামান আলম: দেখুন প্রত্যেক খেলোয়ারের জাতীয় দলে খেলার ইচ্ছা থাকে। নিজের দেশ কে রেপ্রেজেন্ট করতে সবাই চায়,আমার সপ্ন বাংলাদেশের হয়ে খেলা এবং নিজের দেশকে রেপ্রেজেন্ট করা।

#ভবিষ্যত পরিকল্পনা কি??

নুরুজ্জামান আলম: ভালো একজন মানুষ হওয়া এবং তার পাশাপাশি ভাল এক জন ক্রিকেটার হওয়া।

#আপনি তো বরিশালের সন্তান।। এবারের বিপিএলে বরিশাল দল নেই।।কি বলবেন??

নুরুজ্জামান আলম: বারিশালের সন্তান হিসেবে বলব,বারিশাল টিম না থাকায় একজন সাপোর্টার হিসেবে বরিশাল কে অনেক মিসস করব।এবং তার সাথে সাথে এটা খুব দুঃখজনক, এত বড় আসরে বারিশালের মত সনামধন্ন অঞ্চলের টিম নেই।একজন প্লেয়ার হিসেবে বলব বি পি এল বাংলাদেশের সব থেকে বড় আসর,বারিশাল টিম টা থাকলে আরো কিছু লোকাল প্লেয়ার অংশগ্রহণ করতে পারত,বারিশালের ক্রিকেট, ও ক্রিকেটার দের মানের উন্নতি হত।

#বরিশাল বিপিএলে না থাকায় কি এর উম্মাদনা কমবে বলে মনে করেন??

নুরুজ্জামান আলম: বাংলাদেশের একটা অংশ বরিশাল বি পি এলে না থাকায় উন্মাদনা হইত বারিশাল সাপোর্টারস দের কাছে অনেক টা কম, নেই বললেই চলে। তারা এই ক্রিকেট ফেস্তিভাল থেকে বঞ্চিত হচ্ছে,আসা করি আগামিতে বারিশাল টিম বি পি এলে থাকবে।Image may contain: 5 people, people smiling, people standing

ধন্যবাদ নুরুজ্জামান আলম

(Visited 197 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here