শুক্রবার , ১২ জুন ২০২০ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পটুয়াখালীতে করোনা উপসর্গে মৃত্যু, নতুন আক্রান্ত ৩০

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০২০ ২:২৬ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়াও বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হারবাল সহকারীসহ একদিনে জেলায় সর্বোচ্চ ৩০ জনের করোনা সনান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৩জন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

 

এর আগে করোনা উপসর্গ নিয়ে রুপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হানিফের (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

রুপালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার কামরুজ্জামান জুয়েল জানান, রবিবার তিনি সর্বশেষ অফিস করেন এবং তার অসুস্থতার কথা ব্যাংক কর্মকর্তাদের জানান। এরপর ৭ জুন জ্বর শ্বাস কষ্ট নিয়ে অসুস্থ হয়ে পটুয়াখালী হাসপাতালে নমুনা প্রদানের জন্য গিয়েছিলেন। স্যাম্পল সংগ্রহের কীট না থাকায় নমুনা প্রদান ছাড়াই বাড়ী ফিরে আসেন তিনি। এরপর তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

 

এদিকে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (৪৫) ও হারবাল সহকারী শফিকুর রহমান (৪২)’র করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

 

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ৮ জুন সোমবার ওই দুই জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউটে পাঠানো হয়। বুধবার রাতে নমুনা রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়। এরপর তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্বাস্থ্য কর্মকর্তাসহ ওই দুই জনের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত