ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী দেড়শ নারীর তালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ‘হারপার্স বাজার’ নামে নারীবিষয়ক জনপ্রিয় আমেরিকান ম্যাগাজিন তালিকাটি তৈরি করেছে।
‘বাজার ১৫০ ভিজনারি উইম্যান’ নামে এ তালিকায় ফ্যাশন, ভ্রমণ থেকে বাণিজ্য, বিজ্ঞান ও শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্রিটিশ নারীদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ম্যাগাজিনটির এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে কর্মকাণ্ড চালানোর জন্য মালালাকে এতে স্থান দেওয়া হয়েছে। তালিকায় আরও আছেন ভিক্টোরিয়া বেকহ্যাম, কেট মিডলটন (ব্রিটিশ রাজপুত্র উইলিয়ামের স্ত্রী), অ্যাডেল ও কেট উইন্সলেট।
(Visited ১৪ times, ১ visits today)

















