মুন্সীগঞ্জ শহরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী নদী থেকে হাত ও পাবিহীন অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৬ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীকে অন্যত্র কোথাও হত্যা করে দুস্কৃতকারীরা লাশ নদীতে ফেলে দেয় বলে ধারনা করছে পুলিশ।
সদরের মুক্তারপুর ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন জানান, নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে ভাসমান অবস্থায় নারীর লাশ উদ্ধার করে।
অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।
(Visited ১০ times, ১ visits today)

















