টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে দিন শেষ

0
250

Sharing is caring!

শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দারুণ শুরুর পরও দিন শেষে দুশ্চিন্তা নিয়ে হোটেলে ফিরতে হলো টাইগারদের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তাদের প্রথম দিন শেষ হয়েছে ৪ উইকেটে ৫৬ রানে।

- Advertisement -

এর আগে চার বছর পর দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি শ্রীলংকা। রাজ্জাককে উপযুক্ত সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। দুই স্পিনারের নৈপুণ্যে তৃতীয় সেশনের শুরুতেই ২২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনের খেলা শেষে  টাইগারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ব্যাট হাতে বিপর্যয়ের মুখোমুখি স্বাগতিকরা। এখনও ১৬৬ রানে পিছিয়ে রয়েছে তারা। হাতে আছে ৬টি উইকেট।

শ্রীলংকার ২২২ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে আউট হন তামিম ইকবাল ও মুমিনুল হক।

ইনিংসের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমলকে ফিরতি ক্যাচ দিয়ে ৩ রানে বিদায় নেন তামিম। এ ধাক্কা সামলানোর আগেই পরের ওভারে শূন্য রানে রানআউট হন মুমিনুল। চট্টগ্রামে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়া মুমিনুলের বিদায় ছিল টাইগারদের জন্য বড় ধাক্কা।

এরপর  লাকমলের বল ছেড়ে দিতে গিয়ে সোজা বোল্ড হয়ে যান মুশফিক। ২২ বল খেলে মাত্র ১ রান করে বিদায় নেন তিনি। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর ছোট্ট জুটিতে দলের হাল ধরেন ইমরুল কায়েস ও লিটন দাস। দিলরুয়ান পেরেরা ১৯ রানে ইমরুলকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেললে ৩৩ রানের এ জুটি ভাঙে। দিন শেষে লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ১ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগারদের স্পিন আক্রমণে বেসামাল হয়ে পড়েন শ্রীলংকার ব্যাটসম্যানরা। রাজ্জাক-তাইজুলের ঘূর্ণিতে ৬৫.৩ ওভারেই গুটিয়ে যায় তারা। এ দুই স্পিনার চারটি করে উইকেট নিয়েছেন।

(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here