ইয়াবাসহ মোঃ রাব্বি হাওলাদার নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮। শনিবার রাত ৯ টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের উকিল বাড়ি এলাকা থেকে ১১৫ পিস ইয়াবাসহ মো. রাব্বি হাওলাদার (২৪) নামে এ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক রাব্বি হাওলাদার ২৫ নম্বর ওয়ার্ড রুপাতলী উকিল বাড়ি সড়ক এলাকার আবু হানিফ হাওলাদারের ছেলে। বরিশাল র্যাব অফিস থেকে প্রেরিত ইমেল বার্তায় জানানো হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বিকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন র্যাবের ডিএডি মো. সৈয়দুজ্জামান।
(Visited ১২ times, ১ visits today)

















