বরিশালে সাংবাদিক নির্যাতন: বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
319

Sharing is caring!

বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর কতিপয় পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছে বিএম কলেজের সচেতন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বিএম কলেজ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেনের সভাপতিত্বে উপস্থিত সচেতন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন- ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সুমন হাসান পরিচয় দেওয়ার পরও তাকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে কতিপয় পুলিশ। এতেই বুঝা যায়, বর্তমানে সাধারণ মানুষ পুলিশের কাছে কতটা অসহায় হয়ে পড়েছে।

তারা আরো বলেন, সুমন হাসানকে আহত কারার ঘটনাস্থলে জড়িত কতিপয় পুলিশ সদস্য ছাড়াও, তাদের হুকুমদাতা উর্ধতন পুলিশ কর্মকর্তারাও জড়িত রয়েছেন বলে আমরা মনে করছি। তাই তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটি না করলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে। তাই এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত বিএম কলেজের সচেতন শিক্ষার্র্থীরা এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে বলেও তাদের বক্তব্যের মধ্যদিয়ে ঘোষণা দেন।

(Visited 8 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here