বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

স্মিথদের কান্নায় ভারি সাবেকদের মন

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৯, ২০১৮ ১০:৪৮ অপরাহ্ণ

ক্রিকেটে শাস্তি অনেক খেলোয়াড়ই পেয়েছেন। কিন্তু স্মিথ-ব্যানক্রফটের মতো করে কাঁদতে খুব কম ক্রিকেটারকে দেখা গেছে। তাই কান্নায় ভেঙে পড়া স্মিথদের পাশে  দাঁড়িয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। স্বান্তনা দিয়েছেন তাদের। স্মিথদের কান্না দেখে তাদের মনও যে ভারি হয়ে উঠেছে সেই কথা অনেক সাবেকই ক্রিকেটার টু্ইটারে প্রকাশ করেছেন।

স্মিথদের কান্না দেখে ম্যাথু হগার্ড টুইটারে লিখেছেন, ‘স্মিথকে এভাবে কাঁদতে দেখে খারাপ লাগছে। ভুল স্বীকার করে সাংবাদিকদের সামনে এসে সে সাহস দেখিয়েছে। কিন্তু ভুলের শাস্তি কেন তারা দু-তিনজনই শুধু পেল! বাকিরা কেনইবা অধরা থেকে গেল।’

দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক মার্ক বাউচার লিখেছেন, ‘কেবলমাত্র স্মিথের সংবাদ সম্মেলন দেখলাম। তার ভেতরের কষ্টটা সবাই অনুভব করবে এই প্রত্যাশা করছি। তাকে নতুন করে জীবন শুরু করতে সবাই সাহায্য করবে এই আশা করি।’ আরেক দক্ষিণ আফ্রিকান সাবেক হার্শেল গিবস লিখেছেন, ‘স্মিথ-ব্যানক্রফটকে এভাবে কাঁদতে দেখাটা কষ্টকর। আমি তাদের একটাই কথা বলব জীবন এখানেই শেষ নয়।’

ক্রিকেটে বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘অস্ট্রেলিয়া কি তাদের একটু বেশিই শাস্তি দিয়ে ফেলল না?’ অস্ট্রেলিয়া দল থেকে সম্প্রতি অবসরে যাওয়া এবং স্মিথ-ওয়ার্নারের সতীর্থ মাইকেল জনসন লেখেন, ‘সাংবাদ সম্মেলনটি দেখলাম। তারা ভুল থেকে শিক্ষা নেবে এবং আবার অস্ট্রেলিয়া দলে ফিরে আসবে এই আশা করি।’

ডিন জোন্স লিখেছেন, ‘স্মিথকে এভাবে কাঁদতে দেখে খারাপ লাগল। তবে সে আবার ঠিকই মাঠে ফিরবে এবং অবশ্যই ভালো ক্রিকেটারের মতো।’ ভারতের বামহাতি পেসার ইরফান পাঠানের মতে, ‘তারা ভুল করেছে এটা ঠিক। কিন্তু তারা তো অপরাধী না। তাদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করাটা ঠিক নয়।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়