রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাণিজ্য মেলায় রফতানি আদেশ ২৪৩ কোটি টাকা

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ৫, ২০১৭ ১:১৭ পূর্বাহ্ণ

২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) মোট রফতানি আদেশ পাওয়া গেছে ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা। একইসঙ্গে মেলায় বিক্রি হয়েছে ১১৩ কোটি ৫৩ লাখ টাকা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ব্যবসায়িরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাবে। তার সাথে কৃষকরা তাল মিলিয়ে যাচ্ছে।

তিনি বলেন, উদ্ভাবনের দিক দিয়ে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে। বাণিজ্য মেলা সেই উদ্ভাবনী শক্তিকে উৎসাহ জোগারে। ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে হবে।

বাণিজ্য সচিব হেদায়েতুল্লা আল মামুন বলেন, মাসব্যাপী মেলা সফল করার জন্য ব্যবসায়ীবা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে ইপিবিও প্রতি বছর বেশ পরিশ্রম করে। মেলা আয়োজনে আমরা সফল বলেই মানুষ যানজট অপেক্ষা করে মেলায় আসে। তাই মেলাও প্রাণবন্ত হয়েছে।

এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমেদ বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবার সহযোগিতায় বিদায় হলো মেলা। এক সময় আমি বাস দিয়ে স্টল বানালেও সেই গন্ডি ছাড়িয়ে আজ বিশাল বিশাল প্যাভিলিয়ন স্টল হয়েছে। জাপান হাঙ্গেরি গেলে তারা আমাদের মিলেনিয়াম বলে সম্মানিত করে। জুতা ফার্নিচার এক সময় আমদানি করা হলেও এখন রফতানি করা হচ্ছে। ওয়ান প্রোডাক্ট ডিপেন্ডটেড কমার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ব্যবসায়িদের অনেক পরিবর্তন হয়েছে। বেশি করে আয় করে ভ্যাটও বেশি করে দিবে। কারণ ব্যবসায়িদের বিশ্বে অনেক সুযোগ করে দিচ্ছে, মালয়েশিয়া ভিসা এখন ফ্রি করে দিয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা বলেন, এবার বিক্রি অর্ডার পাওয়া গেছে ২৪৩ দশমিক ৪৪ কোটি টাকা, পণ্য বিক্রি হয়েছে ১১৩ দশমিক ৫৩ কোটি টাকা। গত বারের চেয়ে এবার মেলায় ভালো বিক্রি হয়েছে। মেলায় কোনরকম ঝামেলা হয়নি। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন হয়েছে।

 

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত