আগামী মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান নারী ক্রিকেট দল। সফরে তারা চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলতে পারে বলেই জানা গেছে। পাকিস্তান নারী দলের আসার কথা জানিয়েছেন বিসিবির মহিলা বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নারী দলকে প্রস্তুত করতে আমরা একটি সিরিজের আয়োজন করতে চাইছিলাম। তারই ধারাবাহিকতায় কথা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে। এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও বলতে পারি আগামী মাসের শেষের দিকে পাকিস্তান ক্রিকেট দল আসতে পারে।
(Visited ১১ times, ১ visits today)

















