শুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভুয়া ওয়েবসাইটে সরকারবিরোধী অপপ্রচারে ‘সম্পৃক্ত’ শিবির: র‌্যাব

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ৩০, ২০১৮ ২:০৫ পূর্বাহ্ণ

বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- কামাল হোসেন (২৩) ও আল আমিন (৩০)। বুধবার রাতে তাদের রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, সরকারকে বেকায়দায় ফেলতে প্রতিষ্ঠিত গণমাধ্যমের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সরকারবিরোধী অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করছে ছাত্র শিবির। নির্বাচন সামনে রেখে ভুয়া নিউজ ছড়ানোর অভিযোগে কামাল ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রতিষ্ঠিত বিভিন্ন গণমাধ্যমের ডোমেইন নামের মূল বানান থেকে ভুয়া পোর্টালগুলোর নামের বানানে সামান্য পার্থক্য আছে। ভুয়া এ সব পোর্টালে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনগুলো তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করে।

মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা যে দু’জনকে গ্রেপ্তার করেছি, এদের সঙ্গে যারা আরও জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯ এবং ৩১ ধারায় যে অপরাধগুলো হয়েছে, এ আইনে আমরা তাদের বিরুদ্ধে মামলা রুজু করব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার বলেন, এর আগে ফেক ওয়েবসাইট তৈরির অভিযোগে গত ২৫ নভেম্বর মোহাম্মদ এনামুল হককে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হলে তার কাছ থেকে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের নামের সঙ্গে মিল রেখে নাম রাখা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন প্রচার ও ভুয়া সংবাদ প্রচারের তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, গত আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ নামে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভুয়া সংবাদ পরিবেশন করে কোমলমতি ছাত্রদের উসকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় পরিণত করতে এই সমস্ত ওয়েবসাইট ব্যবহার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, কোনো পোস্ট ১ হাজারের বেশি ভিউ, লাইক বা শেয়ার হলে ফেসবুকে কর্তৃপক্ষ ২৫০ থেকে ৩০০ টাকা দেয় যা পরবর্তীতে ব্যাংক একাউন্টের মাধ্যমে ডোমেইনের সত্ত্বাধিকারী হিসেবে তারা পেয়ে থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, ফেক ওয়েবসাইট তৈরির সঙ্গে শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ দিকে বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দু’জনের মধ্যে আল আমিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই পড়েছেন। আর কামাল কুমিল্লার নওয়াব ফয়েজুন্নেছা বিশ্ববিদ্যালয় কলেজে বিবিএ (ব্যবস্থাপনা) তৃতীয় বর্ষে পড়ছেন।

পড়ালেখার পাশাপাশি তারা অনলাইনে আউট সোর্সিং, ডোমেইন-হোস্টিং বিক্রি, ওয়েব পেইজ ডিজাইন, সোশাল মিডিয়া মার্কেটিং এবং বিভিন্ন প্রতিষ্ঠানে টেকনিক্যাল সার্পোট দিয়ে আসছিলেন। উল্লেখ্য, এর আগে একই অভিযোগে গত ২৪ নভেম্বর রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে বিবিসিসহ বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টালের ওয়েবসাইট নকল করে পরিচালনা করতেন। বেশিরভাগ সময় তিনি হুবহু কপি করে নিউজ দেন। মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা ওয়েবসাইটগুলোতে প্রচার করে আসছিলেন তিনি।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়