শনিবার , ৫ জানুয়ারি ২০১৯ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সৈয়দ আশরাফের অপেক্ষায় শোলাকিয়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৫, ২০১৯ ১১:৪১ অপরাহ্ণ

তিনি ছিলেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক। সততা ও সাহসিকতায় নিজেকে তুলে ধরেছিলেন একজন অাদর্শ রাজনীতিকের অাসনে। এমন নির্মোহ রাজনীতিবিদ বর্তমানে সত্যিই বিরল।

এমনই এক মানুষ ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সৈয়দ অাশরাফ সুযোগ পেলে শেকড়ের টানে ছুটে যেতেন কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের মানুষ পরম মমতায় অাপন করে নিয়েছিল মহান এই নেতাকে। তাইতো দলমত নির্বিশেষে জেলাবাসীর কাছে সৈয়দ অাশরাফুল ইসলাম ছিলেন অতি অাদরের।

দুই বছর অাগে সর্বশেষ কিশোরগঞ্জে এসেছিলেন সৈয়দ অাশরাফুল ইসলাম। অনেক দিন বাদে অাবারও তিনি অাসছেন, প্রিয় শহরে। তবে প্রাণহীন যাত্রা। শোকের মিছিল হয়ে।

কিশোরগঞ্জের মানুষ অধীর অাগ্রহে অপেক্ষা করছেন মহান এই নেতার জন্য। বেদনাবিধুর চিত্তে শেষ দেখা অার চোখের জলে শেষ বিদায়ের জন্য প্রস্তুত তারা। রাত পোহালে কিশোরগঞ্জে অাসছে সৈয়দ অাশরাফুল ইসলামের মরদেহ।

রোববার দুপুর ১২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে হেলিকপ্টারযোগে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ কিশোরগঞ্জ অানা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন, সৈয়দ অাশরাফুল ইসলামের মরদেহের সঙ্গে অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল অালম হানিফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল, সৈয়দ অাশরাফুল ইসলামের একমাত্র মেয়ে সৈয়দা রীমা ইসলাম, তিন ভাই মেজর জেনারেল অব. সৈয়দ শাফায়াতুল ইসলাম, ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইলাম, দুই বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রুপাসহ পরিবারের অন্য সদস্যরা অাসবেন।

শহরের পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জানাজায় বিপুল মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরাতন স্টেডিয়ামের বদলে শোলাকিয়া ঈদগাহ মাঠে জানাজার স্থান নির্ধারণের প্রস্তাব করা হয়। তাই শোলাকিয়া ঈদগাহ মাঠে জানাজার স্থান নির্ধারণ করা হয়।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে অানা হয়। গত বছরের ৩ জুলাই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় ফুসফুসের ক্যান্সারে অাক্রান্ত বর্ষিয়ান রাজনীতিক সৈয়দ অাশরাফুল ইসলামকে। চিকিৎসাধীন অবস্থায় সদ্য সমাপ্ত নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হন তিনি। এ নিয়ে কিশোরগঞ্জ-১ অাসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন সৈয়দ অাশরাফুল ইসলাম।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উন্মুক্ত হার্ডওয়্যার আরডুইনো নিয়ে কর্মশালা

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের জামিন মঞ্জুর।।

পাথরঘাটা উপজেলার ভূমি অফিস পরিদর্শনে ডিএলআরসি : এলডি ট্যাক্স সফটওয়ারের ৩য় পর্যায়ের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশ

গুলশান হামলায় নিহতদের পরিবারের সঙ্গে পোপের সাক্ষাত।।

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি: ১৭৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

পদ্মা সেতুতে তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি

বরিশাল আনন্দ ক্লাবের অফিস উদ্বোধন

পূর্ণাঙ্গভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে জনগণের সেবা দিতে হবেঃ বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

অবশেষে সরকারের বোধোদয়

অবৈধ মটরের সংযোগ দিয়ে পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : মেয়র সাদিক আবদুল্লাহ