অনলাইন ডেস্ক: সাম্প্রতিক সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের বেশ কয়েকটি চুরির ঘটনায় উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশী টহল ও চেকপোস্ট স্থাপনসহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখাসহ কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস।
(Visited ১০ times, ১ visits today)

















