বরিশালে শিল্পকলা একাডেমির উদ্যোগে যাত্রাপালা অনুষ্ঠিত

0
197

Sharing is caring!

আজ ২২ জানুয়ারি রাত ৮ টায়
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এরং জেলা প্রশাসন বরিশালের তত্বাবধানে নগরীর অশ্বিনী কুমার হলে জেলা শিল্পকলা একাডেমি বরিশালের আয়োজনে যাত্রাপালা দাতা হাতেম তায়ী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।

- Advertisement -

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকবাল আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, এস.এম ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৈয়দ দুলাল, সভাপতি শব্দাবলী গ্রুপ থিয়েটার, সুশান্ত ঘোষ, সাংবাদিক, মিন্টু কুমার কর, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সহ বিভিন্ন অতিথি বৃন্দ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় ৬৪ টি যাত্রাপালা নির্মাণ কর্মসূচী গ্রহণ করা হয় তারি ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল আয়োজিত যাত্রাপালা দাতা হাতেম তায়ী পরিবেশ করা হয়। যাত্রাটি রচনা করেন মিলন কান্তি দে, নির্দেশনায় অনিমেশ সাহা লিটু, নির্দেশনায় উপদেষ্টায় এম.এ.হাদী, শরীফ ফরহাদ উদ্দিন খোকন (যাত্রা শিল্পী), সার্বিক ব্যবস্থাপনায় মোঃ হাসানুর রশীদ মাকসুদ, জেলা কালচারাল অফিসার বরিশাল, সার্বিক তত্বাবধানে ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, পরিবেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল।

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here