বরিশালে পাটের ব্যাগ ব্যাবহার না করার অপরাধে ০৩টি দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

0
179

Sharing is caring!

যেকোন পরিমান ধান, চাল, গম, ভূট্টা, চিনি সারসহ ১৭ টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে তারি ধারাবাহিকতায় আজ ১৮ মার্চ বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায়। নগরীর বাজার রোড এলাকায়, বরিশাল জেলা প্রশাসন ও পাট অধিদফতরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহমেদ।
বাজার রোডের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে চালের ব্যাগে পাটের ব্যাগ ব্যবহার না করার অপরাধে সুজন সাহা (৪৫) কে এক (১০০০) হাজার টাকা, মোল্লা ব্রাদার্স এর মালিক মোঃ শুকুর আলী (৫০) কে দুই (২০০০) হাজার টাকা এবং মেসার্স প্রগতি ট্রেডার্স এর মালিক ঈসা জামিল (৩০) কে তেরো (১০০০০) হাজার টাকা। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা মোতাবেক জরিমানা আদায় করা হয়। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন মুখ্য পরিদর্শক, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় বরিশাল, মোঃ নওশের আজাদ। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট তেরো (১৩০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

 

- Advertisement -
(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here