মঙ্গলবার , ৭ মার্চ ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ক্রিষ্টান চার্চের ফাদারের হাতে ১৬ বছরের মেয়ে ধর্ষণ।।ফাদারের পক্ষে সাফাই গাইলো ক্রিষ্টান পত্রিকা।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৭, ২০১৭ ১১:৫০ অপরাহ্ণ

কিছুদিন আগে কেরলের কান্নুরের সেন্ট সেবাস্টিয়ান নামের একটি চার্চের ফাদারের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়।।ফাদারের নাম রবিন ওরফে ম্যাথুউ ভাদাক্কানচেরিলের।।ফলে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে।। এরপর একটি হাসপাতালে সন্তানেরও জন্ম দেয় সে।। কিন্তু কিশোরীকে কিছু না জানিয়েই শিশুটিকে হাসপাতাল থেকে অনাথ আশ্রমে নিয়ে যায় চার্চ কর্তিপক্ষ ।। পরে ক্যাথলিক একটি ম্যাগাজিন এর উপরে একটি লেখা প্রকাশ করে।।সেখানে বলা হয় ভোগ আর লালসার কারণেই কেরলে ১৬ বছরের মেয়েটির ধর্ষণ করা হয়েছিল।। পাশাপাশি ধর্ষণের কাণ্ডে আক্রান্ত কিশোরীকেই অভিযুক্ত করেছে ম্যাগাজিনটি ।। তাদের মতে, সব দোষ ওই কিশোরীর।। চার্চের ফাদারের নাকি কোনো দোষই নেই।। রবিবার ‘সালোম’ নামে সাপ্তাহিক ক্রিষ্টান পত্রিকার দাবি অনুযায়ী,, ধর্ষণ আটকাতে পারত ওই কিশোরী।। সেখানে লেখা হয়েছে,, মেয়েটির বয়স মাত্র ১৫ বছর।। তোমাকে নিজের মেয়ের মতো মনে করে বলছি,, তোমারও দোষ রয়েছে।। ভগবানের সামনে তোমার উত্তর দিতে হবে।। কেন তুমি ভুলে গেলে কে ধর্মযাজক?? তিনিও একজন মানুষ।। তাঁর শরীরেও উত্তেজনা রয়েছে।। তিনি হয়তো কিছু সময়ের জন্য নিজের স্থান ভুলে গিয়েছিলেন।। কিন্তু তুমি কেন এটা করলে?? কেন তুমি তাঁকে আটকাওনি বা তাঁর ভুলটা ধরিয়ে দাওনি?? ঘটনায় চার্চের ফাদারসহ আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।। ফাদার রবিনকে সাহায্য এবং প্রকৃত ঘটনা লুকানোর জন্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।। তবে সবশেষে চার্চের পক্ষ থেকে আক্রান্ত কিশোরী এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়া হয়েছে।।
সূত্র: সংবাদ প্রতিদিন 
(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা