বরিশাল নদী বন্দরের সামনেই ডুবোচরে আটকে ছিলো ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১০।
আজ বৃহস্পতিবার(২৯ অক্টোবর) রাতে পৌনে ৯ টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় লঞ্চটি। ঘাটের সামনেই ডুবোচরে আটকে যায় লঞ্চটি।
নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে, নদীতে পানি কম থাকার কারনেই এঘটনা ঘটেছে। তবে বরিশাল লঞ্চঘাট এলাকায় বর্তমানে ড্রেজিং চলছে।
লঞ্চে থাকা একযাত্রী জানায়, প্রায় দেড় ঘন্টা চেষ্টার পরে রাত সাড়ে ১০ টার দিকে লঞ্চটি বরিশাল ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এবিষয় সুন্দরবন নেভিগেশন কোম্পানির কারো বক্তব্য পাওয়া যায় নি।
তবে বরিশাল নদী বন্দর কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
(Visited ১ times, ১ visits today)