বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা সেনানিবাস এর ৬ পদাতিক ব্রিগেড এর ৬২ ইস্টবেঙ্গলর সার্বিক তত্ত্বাবধানে এবং সিএমএইচ বরিশালের পরিচালনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা গারুলিয়া এলাকায় আজ বুধবার ২৫ নভেম্বর গরীব দুস্থ অসামরিক জনগণের বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষধ বিতরণ করা হয়।
পাশাপাশি স্বল্পসংখ্যক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এর তত্ত্বাবধানে ছিল তত্ত্বাবধানে ছিলেন কমান্ডার ৬ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল এস.এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, টিএসসি , ৬২ ইস্টবেঙ্গলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুন্তাজার রাশেদীন।
এসময় উপস্থিত ছিলেন মেজর মোঃআল-আমিন হোসেন এস,পিপি, ওয়ারেন্ট অফিসার কারিমুল হাসান সহ ৬২ ইস্টবেঙ্গলের অন্যান্য সদস্যবৃন্দ।

(Visited ৫৫ times, ১ visits today)

















