পটুয়াখালীর কলাপাড়ায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম খলিলুর রহমান (৬৫)।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ জনে।
বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে খলিলুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে জেলায় নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬১১ জন।
এ পর্যন্ত জেলায় পরিপূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন এক হাজার ৫২৩ জন।
(Visited ১২ times, ১ visits today)

















