বরিশালে ২৪ হাজার ৪শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ২টার দিকে ঝালকাঠি জেলার বাতাসাপট্টি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার সুবর্ণচর থানার মৃত খুরশীদ আলমের ছেলে মোঃ বেলায়েত হোসেন (৪০) ও চট্টগ্রামের খুলশী থানার মৃত আবুল হাসেমের ছেলে নির আহমদ (৪১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাতাসাপট্টি রোড সংলগ্ন আরাফাত বোডিংয়ের ৪০৪ নম্বর কক্ষে অভিযান চালানো হয়।
এসময় পালানোর চেষ্টাকালে ২৪ হাজার ৪শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮১ হাজার ৮৩০ টাকাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
(Visited ১৩ times, ১ visits today)

















