রির্পোটঃজাকারিয়া অালম দিপু.
বরিশাল কলেক্টরেট স্কুল ডিজিটাল পদ্দতিতে পাঠদান,বায়োমেট্রিক হাজিরা,লেখা পড়া এবং সহশিক্ষা এ নতুনত্ব আর সমান পারদর্শিতা এ এর মধ্যে চমক ও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারন মানুষের আস্থা দিনে দিনে বেড়ে চলেছে ।পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনে বরিশাল জেলা সদরে ব্যতিক্রমী আয়োজন হিসেবে পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন করেছে।পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষে বরিশাল কলেক্টরেট স্কুল আজকে দিনে পালন করে পরিচ্ছন্নতা দিবস।স্কুলের শিক্ষাথীরা প্রতিমাসে এভাবে তারা এ দিনটা একসাথে পালন করার শপথ নেয় ।পরিছন্ন কর্মী একা নয় সবাই মিলে কাজ করলে কোনো কাজ বোঝা নয় এটই তারা শিখলো ।শিক্ষাথীরা সহশিক্ষা ভেবে মনের আনন্দে কাজে নামে।নতুন বছরের নতুন দিনটা নতুন ও পরিছন্ন বরিশাল।
ফটোগ্যালারী:















(Visited ৮ times, ১ visits today)

















