বরিশালে চোখ ও নাক বিহীন অদ্ভুদ আকৃতির শিশুর জন্ম!

0
104

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই, মুখের আকার বিকৃত, মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। অভিভাবকরা প্রথমে অস্বাভাবিক শিশুটিকে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেও পরে রাজি হন।

- Advertisement -

গত বৃহস্পতিবার (১০ জুন) ভোর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভোলা জেলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফরেট স্ত্রী মুন্নী বেগম শিশুটির জন্ম দেয়।

হাসপাতালের এ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে বলেন, বিকৃত মুখমন্ডলের শিশুটি যখন ভূমিষ্ট হয় তখন তারা আতঙ্কিত হয়ে পড়লেও নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। প্রথমে অভিভাবক শিশুটি গ্রহণে অস্বীকৃতি জানালে অনেক বোঝানোর পর তারা শিশুটিকে গ্রহণ করেন।

শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার ওপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে। শিশুটিকে বর্তমানে নবজাতক ওয়ার্ডে এবং মা মুন্নী বেগম লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।’

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here