বিদ্রোহীদের কাছে বিমানঘাঁটি হারিয়েছে আইএস

0
339

Sharing is caring!

সিরিয়ার আইএসের দখল থেকে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। রাকার কাছাকাছি অবস্থিত ওই বিমানঘাঁটিটি।

- Advertisement -

বিবিসির খবরে বলা হয়, রাকা আইএসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। তারা রাকাকে তাদের রাজধানী বলে অভিহিত করে আসছে।

রাকার কাছের বিমানঘাঁটিটি আইএসের দখলমুক্ত করার ঘটনাকে শহর থেকে জঙ্গিগোষ্ঠীটিকে হটিয়ে দেওয়ার যুদ্ধে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাকাকে আইএসমুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরীয় বিদ্রোহীরা অগ্রসর হচ্ছেন। এমন প্রেক্ষাপটে রাকার কাছের বিমানঘাঁটির নিয়ন্ত্রণ হারাল আইএস।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র তালাল সেলো বলেন, তারা আইএস জঙ্গিদের কাছ থেকে তাবাকা বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।

২০১৪ সালে সিরীয় সেনাবাহিনীর কাছ থেকে বিমানঘাঁটিটির দখল নেয় আইএস।

আইএসের কাছ থেকে রাকা পুনর্দখলে নেওয়ার অভিযানে তুমুল লড়াইয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গত সপ্তাহে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলায় অন্তত ৮৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here