র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে ব্রাজিল

0
58

Sharing is caring!

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চারদিন। কোন দল শীর্ষে থেকে কাতারে অংশ নিতে যাচ্ছে, সেই কৌতুহল আছে ভক্তদের মাঝে। বুধবার প্রকাশিত হলো ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে খেলবে।

- Advertisement -

এই বছরের মার্চ থেকে এক নম্বরে ব্রাজিল। তারাই শীর্ষে থাকলো সবশেষ র‌্যাংকিংয়েও। অদলবদল হয়নি সেরা পাঁচে। বেলজিয়াম দ্বিতীয় স্থানে, আর্জেন্টিনা তিনে থেকে বিশ্বকাপ খেলবে। চারে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, পঞ্চম ইংল্যান্ড।

তবে বিশ্বকাপের টিকিট না পাওয়া ইতালি এক ধাপ এগিয়ে ছয়ে। সাতে নেমে গেছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। সেরা দশে এই দুটি পরিবর্তন। আগের মতোই আট, নয় ও দশে আছে নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

মেক্সিকো, উরুগুয়েকে টপকে ১৫ থেকে ১২তম ক্রোয়েশিয়া। সুইজারল্যান্ড এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে উন্নতি করেছে ইরান (২০) ও সার্বিয়া (২১)। ৩৬ বছর কানাডা বিশ্বকাপে খেলতে যাচ্ছে ৪১ নম্বরে উন্নীত হয়ে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here