শুক্রবার , ১০ মে ২০১৯ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঝালকাঠিতে সেই অন্ধ বৃদ্ধাকে চিকিৎসা দিল উপজেলা প্রশাসন

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১০, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ

দারিদ্র কবলিত ও অবহেলিত হয়ে পরিত্যাক্ত ঘরে ৩ বছর ধরে দিন যাপন করে আসছিলেন ৫ সন্তানের জননী সরবানু। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা।

গত ৬ মে সরবানুর এমন পরিস্থিতি নিয়ে ‌‘৫ সন্তানের জননীর স্থান গোয়ালঘরে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এরপর বিষয়টিতে দৃষ্টি পড়ে উপজেলা প্রশাসনের। সরেজমিনে পরিস্থিতি দেখে ৯০ বছরের অন্ধ বৃদ্ধা সরবানুর চিকিৎসার দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ।

বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধা সরবানুকে তার নির্দেশে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের নিজ বসতভিটায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেবা-শুশ্রুষার। মশার কামড় থেকে রক্ষা করে তাকে পরিচ্ছন্ন রেখে স্বাস্থ্য সম্মত খাবার দিলেই তিনি ভালো থাকবেন।

এর আগে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, ‘বৃদ্ধা সরবানুর শারীরিক অবস্থা তেমন ভালো নয়। কিন্তু তার চেতনা আছে। তিনি অভিজাত পরিবারের মেয়ে। তাকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করার চেষ্টা হচ্ছে।’

নিজের এলাকায় এমন অশীতিপরের করুণ জীবনযাপন বিষয়ে আগে ওয়াকিফহাল ছিলেন না রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ বৃদ্ধার বিষয়ে আমি জানতে পেরে দেখতে গিয়েছিলাম তাকে। সন্তানরা তাকে সে সময় সরকারি হাসপাতালে নিয়ে গেলে আজ এমন অচল হতেন না তিনি।’

জানা গেছে, উপজেলার বাঘড়ি এলাকার মৃত তাহের মল্লিকের স্ত্রী সরবানু। তার তিন ছেলে ও দুই মেয়ে। মেয়েরা পরের ঘরে চলে গেছেন। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। বাকি দুই ছেলে দিনমজুর।

সরবানুর প্রতিবেশি আকলিমা জানান, ‘১০ বছর আগে একদিন মাটিতে পড়ে পায়ে ব্যথা পান সরবানু। অর্থের অভাবে ছেলেরা উন্নত চিকিৎসা করাতে পারেননি তার। ধীরে ধীরে অচল হয়ে পড়েন তিনি। একদিন পুরোপুরি অন্ধও হয়ে যান।’

যে কারণে বিছানাতেই প্রাকৃতিক কর্ম সারতে হয় তাকে। এমন অথর্ব বৃদ্ধা মাকে ছেলেরা একদিন পাশের পরিত্যক্ত গোয়ালঘরের একটি ভাঙা চৌকিতে শুইয়ে দিয়ে আসেন। সেই থেকে তিনি এখানে থাকছেন।

সরবানুর এমন হাল প্রসঙ্গে তার দুই পুত্রবধূ জানান, ‘আমরা নিজেরাই অনেক গরিব ও অসহায়। প্রতিদিনের খাবার জোগাতে আমাদের সারাদিন পরিশ্রম করতে হয়। মাকে দেখার সময় পাই না। আমরা না পারি তার চিকিৎসা করাতে, না পারি তাকে ভালো খাওয়াতে।’

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : ইনু

দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবার অন্যতম স্থান শরীফ হোসেন-সোনাবানু স্পেশালাইজ্ড হাসপাতাল

হাসিনা-মোদি আলোচনা শেষে ৩৯ দফা যৌথ ঘোষণা

গ্রামীণ ফোনের কর্মহীনদের পুনরায় কর্মস্থলে ফিরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা: প্রতিবাদ জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ

এমপি হওয়ার চেয়ে প্রধানমন্ত্রীর কর্মী হওয়া অনেক গৌরবের: তালুকদার মোঃ ইউনুস

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে’র দাবিতে আমাদের আহবান।

মৃদু অভ্যুত্থানে সৌদি রাজতন্ত্রে রদবদল!

রণবীর কাপুর এখন ‘সিঙ্গেল’

চবিতে চার ইউনিটের অধীনে ৫১ বিভাগের ভর্তি