ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, যেকোনো সময় গ্রেপ্তার

0
8

Sharing is caring!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন।

বুধবার এক টুইটে ইমরান এ আশঙ্কার কথা জানিয়েছেন।

পুলিশ বাড়ি ঘিরে রেখেছে উল্লেখ করে ইমরান টুইটারে লিখেছেন, ‘গ্রেপ্তারের আগে সম্ভবত এটি আমার শেষ টুইট। আমি আতঙ্কিত যে, পাকিস্তান ধ্বংসের পথে হাঁটছে। আমি ভয় করছি, আজ যদি বুদ্ধি প্রয়োগ না করা হয়, তাহলে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে যেতে পারি যেখানে আমরা টুকরা হয়ে যাওয়া অংশগুলো জোড়া দিতে পারব না।’

এর আগে গত মঙ্গলবার একটি দুর্নীতি মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ওই মামলায় জামিন দেয় ইমরান খানকে।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here