রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
চীনে একটি বিদ্যুৎকেন্দ্রে প্ল্যাটফর্ম ধসে পরেছে।। জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৬৭ জন।। ধসের ঘটনায় বেশ কিছু মানুষ এখনো আটকে আছে।। তাই নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।।দ্রুত সবাইকে উদ্ধারের জন্য উদ্ধারকর্মে ৩২টি অগ্নিনির্বাপক ট্রাক ও ২১২ জন সেনা নিয়োজিত করা হয়েছ।।
সুত্র::বিবিসি
(Visited ১০ times, ১ visits today)

















