শুক্রবার , ৭ এপ্রিল ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শেষ টি২০-তে জয়ে গর্বিত মাশরাফি।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৭, ২০১৭ ২:৫১ পূর্বাহ্ণ
Mashrafe Mortaza

বাংলাদেশের হয়ে টি২০ ফরম্যাটে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। এখন থেকে তাকে আর এই ধুমধারাক্কার ক্রিকেটে দেখা যাবে না। এতে তার সতীর্থ, পরিবার, বন্ধু-বান্ধব থেকে শুরু পুরো দেশবাসীই হতাশ। প্রিয় অধিনায়ককে ক্রিকেটের এ সংক্ষিপ্ত পরিসরে মিস করবে সবাই।

এই বিষয়ে মাশরাফি বলেন, ‘আমার থেকে বেশি খারাপ আর লাগবে না কারো, স্বাভাবিক। আমার পরিবারের খারাপ লাগছে, সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তদেরও। অনেক স্মৃতি আছে দল নিয়ে, দীর্ঘদিনের সতীর্থ সবাই- এই ভার্সনে আর এক সাথে খেলা হবে না; এর থেকে কষ্টের আর কী হতে পারে!’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন, ‘জয় দিয়ে ক্যারিয়ার শেষ অবশ্যই দারুণ কিছু। আমি বলবো, আমাদের দলে যারা আছে তাদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। আমি মনে করি জয়টি দলকে ভবিষ্যতে সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। আল্লাহর যা ইচ্ছে তাই হয়। শেষ ম্যাচে জয় পেলাম, খেলা শেষে আল্লাহকে ধন্যবাদ দিয়েছি। আশা করছি নতুনদের হাতে আগামীতে দল আরও ভালো ফলাফল করবে।’

এ সময় বেশ আবেগাপ্লুত ছিলেন মাশরাফি। এভাবেই সতীর্থদের প্রতি ভালবাসা জ্ঞাপন করেন ম্যাশ। তিনি বলেন, ‘আমি আমার ক্রিকেট বোর্ড ও সমর্থকদের আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই, সাথে আমার পরিবারকেও।’

জয় দিয়ে নিজের বিদায়ী ম্যাচ খেলে মাশরাফি বলেন, ‘অবশ্যই এটা খুবই দারুণ ছিল। টেস্ট থেকে ‍শুরু করে টি২০ পর্যন্ত ছেলেরা খুবই ভাল খেলেছে। তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেটা খুবই ভাল একটি লক্ষণ। আমি আশা করবো ভবিষ্যতেও তারা এমন ধারাবাহিকতা ধরে রাখবে।’

 

(Visited ৪৭ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত