বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মইন উদ্দিন চিস্তি আর নেই(ইন্নালিল্লাহী…রাজিউন)। তার মৃত্যুকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, অধ্যপিকা দীপ্তি রানী ঘোষ, পঙ্কজ ঘোষ, চন্দ্র শেখর বাবুল, সঞ্জয় হালদার প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
নোটঃ ( ওয়েব সাইড এর আপডেটের কাজ চলায় অাজকের নিউজটি ৭ তারিখের বদলে ৩ তারিখ দেওয়া হলো।সাইড আপডেটের কাজ শেষ হলেই আবার পুনরায় ৭ তারিখ দেওয়া হবে।সাময়িক অসুবিধার জন্য অান্তরিক দুংখ প্রকাশ করছি। )
(Visited ১১ times, ১ visits today)
















