বুধবার , ১০ মে ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির উপায় নির্ধারণে কমিটি

প্রতিবেদক
alltimeBDnews24
মে ১০, ২০১৭ ২:০৪ পূর্বাহ্ণ

জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে সরকারি চাকুরেদের বেতন-ভাতা বৃদ্ধির উপায় নির্ধারণ করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এর নেতৃত্বে ৯ সদস্যের এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (৯ মে) এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১২ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

‘সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন-ভাতা নির্ধারণ ও পরিবর্ধনের বিষয় পর্যালোচনা সংক্রান্ত কমিটি’কে আগামী ৯০ দিনের (৩ মাস) মধ্যে সরকারের কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়েছে, কমিটি সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদি তাদের জীবন-যাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার এবং মুল্যস্ফীতির সাথে সমন্বয় করার উপায় নির্ধারণে সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে একটি সুচিন্তিত সুপারিশমালা প্রণয়ন করবে।

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, পরিসংখ্যান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। অর্থ বিভাগের প্রতিনিধি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালের জুলাই থেকে নতুন বেতন কাঠামোর অধীনে বেতন-ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই পে-স্কেলে প্রতি বছর মূল বেতনের ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির নিয়ম রাখা হয়েছে।

পাঁচ বছর পর পর বেতন বৃদ্ধি বা স্থায়ী বেতন কমিশন গঠনের পরিবর্তে এ পদ্ধতিটি কার্যকর কিনা তা দেখতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ মার্চ বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, কমিটির সুপারিশ অনুযায়ী সরকারি চাকুরেদের বেতন-ভাতা নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে।

 

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়