বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে: জাতিসংঘ।।

0
421
রোহিঙ্গা শরণার্থী

Sharing is caring!

রির্পোট: অনলাইন নিউজ.

- Advertisement -

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার জাতিসংঘের মুখপাত্র এ কথা জানিয়েছে।বার্তা সংস্থা এএফপির সাক্ষাতকারে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীদের বীভৎস গণধর্ষণ, নির্যাতন ও হত্যার বিবরণ দিয়েছে। ভূ উপগ্রহের তোলা ছবিতে দেখা যায়, রোহিঙ্গাদের হাজারো ঘর বিধ্বস্ত হয়েছে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান শিনজি কুবো বলেন, অবশ্যই এসব মানুষ মিয়ানমার থেকে খালি হাতে ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে। শীতকাল আসছে, তাই সবাই তাদের ভালো থাকা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। বাংলাদেশে ইতিমধ্যে ২ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা বাস করছে। এর বেশিরভাগ অবৈধভাবে বাস করছে, মাত্র ৩২ হাজার শরণার্থী হিসেবে নিবন্ধিত।মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নিপীড়নের মুখে কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। শরণার্থীর স্রোত আটকাতে সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র ভিভিয়ান তান বলেন, বিভিন্ন মানবিক সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আমরা ধারণা করছি সাম্প্রতিক কয়েক সপ্তাহে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।

সূএ: এএফপি।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here