বরিশালের গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের আ. জলিলের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে তোহাবকে (১৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের উদ্যোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নির্দেশে সোমবার দুপুরে গৌরনদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (এসিল্যান্ড) মো. শরীফ আহম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও বরিশাল জেলা সমাজ সেবা অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবির বুদ্ধি প্রতিবন্ধী তোহাবের বাড়িতে যান। তাৎক্ষণিক গৌরনদী সমাজ সেবা অফিস থেকে প্রতিবন্ধী তোহাবের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়। গত মঙ্গলবার অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম-এ বুদ্ধি প্রতিবন্ধী তোহাবকে নিয়ে ‘প্রতিবন্ধী হওয়ায় পায়ে রশি, ঠাঁই রান্নাঘরে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরেই তাকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেয় জেলা প্রশাসক। স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বিদেশ ফেরত আব্দুল জলিল খানের ছেলে তোহাব খান জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। তোহাবের তিন বছর বয়সে তার মাকে তালাক দিয়ে জলিল খান দ্বিতীয় বিয়ে করে সংসার বাঁধেন। সে এতদিন তার নিজ মায়ের কাছেই ছিল। ৩ মাস আগে তোহাবকে তার বাবার কাছে ফেলে যায় তার মা। এরপরই সৎ মা তোহাবকে বাড়তি বোঝা মনে করে দীর্ঘদিন থেকে রান্নাঘরে পায়ে রশি দিয়ে বেঁধে রাখেন। তোহাবের বাবা আব্দুল জলিল খান জানান, গত কয়েকদিন ধরে তোহাব অসুস্থ। সে কোনো খাবার খাচ্ছেনা। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে মন্ত্রিপরিষদ বিভাগের চোখে পড়ে। বুদ্ধি প্রতিবন্ধী তোহাবের খোঁজখবর নিতে বলা হয়। সেই অনুযায়ী অসুস্থ তোহাবকে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি সমাজ সেবা কর্মকর্তাদেরও নিয়মিত শিশুটির খোঁজখবর নিতে বলা হয়েছে।

















