আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধর্মীয় ও জাতীয় উৎসবকে সফল ও অর্থবহ করতে দুস্থ মানুষের পাশে সদা থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হোসেন মার্কেট ও পুরাতন থানা চত্বরে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫ হাজার দুস্থ ও অসহায় মানুষকে ঈদ উপলক্ষে নতুন জামা-কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান, তারেকুজ্জামান রাজীব ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম হোসেন।
নানক বলেন, রাজনীতি হওয়া উচিৎ গণমানুষের কল্যাণ ও জীবন মানের উন্নয়নকে বিকশিত করা। তিনি সন্ত্রাস, মিথ্যাচার, অপপ্রচার, ইতিহাস বিকৃতি ও জানমালের ক্ষতি সাধনকারী রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির মূল স্রোতধারায় ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন ঈদে ঘর মুখো মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্নে করাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পরে নানক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন।

















