রাজধানীর উত্তরখানে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনার করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পাঁচ আসামি।
শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাদের হাজির করে জবানবন্দি রেকর্ড করার অাবেদন করেন মামলার তদন্ত কর্মকতা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা পাঁচ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার এই পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা হলেন- আবুল কালাম, জাহাঙ্গীর আলম, অপু সরকার, অনু সরকার ও আহাদ।
উত্তরখান থানা সূত্র জানায়, বুধবার রাতে মেয়েটিকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ওই পাঁচ আসামি ধর্ষণ করেন। রাত সাড়ে ৮টা থেকে আড়াইটার মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
(Visited ২১ times, ১ visits today)

















