রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে ১ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথম জয় তুলে নিলো নেপাল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কর্তৃক ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই জয় পেলো এশিয়ার দেশটি। এ জয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধান নিয়ে শেষ করলো নেপাল। গতকাল আমসটেলভিনে টসে জিতে নেপাল ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন লোয়ারঅর্ডার ব্যাটসম্যান সোমপাল কামি। এছাড়া ৫১ রানে আসে অধিনায়ক পরশ খাড়কার ব্যাট থেকে।
নেদারর্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন ফ্রেড ক্লাসেন। জবাবে ব্যাট করতে নেমে নেপালি বোলারদের তোপে পড়ে শেষ বলে ২১৫ রানে অলআউট হয় ডাচরা। সর্বোচ্চ ৭১ রান করেন ওয়েসলি বারেসি। নেপালি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান এরইমধ্যে তারকা খ্যাতি পাওয়া স্পিনার সন্দিপ লামিচান।
(Visited ৬ times, ১ visits today)




