৪০০ মিটার দৌঁড়ে ২৮ জনে ২৭তম বাংলাদেশের আবু তালেব

0
358

Sharing is caring!

ফুটবলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। হকি এখনো আছে লক্ষ্য অর্জনের পথে। কিন্তু এশিয়ান গেমসে বাকি যারা গিয়েছেন, তাদের সবার অবস্থাই এক। সুইমিং, শ্যুটিং, আরচারি, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি, ব্রীজ,বাস্কেটবল, বিচ ভলিবল ও রোইং-সব খেলা থেকেই ভেসে আসছে শুধু ব্যর্থতার খবর।

- Advertisement -

গেমসের অ্যাথলেটিকস শুরু হয়েছে শনিবার। ট্র্যাক অ্যান্ড ফিল্ড লড়াইয়ের প্রথম দিনই অংশ নিয়েছিলেন বাংলাদেশের মো. আবু তালেব। ৪০০ মিটার দৌঁড়ে অংশ নিয়ে ২৮ জন প্রতিযোগির মধ্যে ২৭তম হয়েছেন তিনি। তার পেছনে কেবল মঙ্গোলিয়ার এক অ্যাথলেট।

২ নম্বর হিটে দৌঁড়িয়েছিলেন আবু তালেব। ৫০.৯৭ সেকেন্ড সময় নিয়ে তিনি পড়েছেন ৬ জনের মধ্যে সবার পেছনে। তার হিটে প্রথম হওয়া কাজাখস্তানের মিখাইলের সময় ৪৬.৪৩ সেকেন্ড। আর মোট ২৮ প্রতিযোগির মধ্যে হিটে সেরা টাইমিং ছিল ভারতের ইয়াহিয়া মোহাম্মদ আনাসের। তার সময় ৪৫.৬৩ সেকেন্ড।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here