বিপিএলে বরিশাল নামের দল চাই শিরোনামে আগামীকাল সোমবার বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ক্রিকেট প্রেমীদের ও সেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন দূর্বার তারুণ্য আয়োজনে আগামীকাল ২৭ই আগষ্ট রোজ শোমবার সকাল ১০::০০ মিনিটে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে এক শান্তিপূর্ন মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল উঠবে ৬ষ্ঠ আসর। কিন্তু অতি দুংখের বিষয় যে, ৪ বার অংশগ্রহন করা টিম বরিশাল গতবারের মত এবারের বিপিএলও বঞ্চিত হচ্ছে ৬ষ্ঠ আসরে। তাই “বিপিএলে বরিশাল নামে দল চাই” শিরোনামে মানববন্ধন আয়োজন।
উক্ত মানববন্ধনে ক্রিকেট প্রেমীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে আয়োজকরা।
(Visited ২২ times, ১ visits today)

















