বরিশালের সাগরদীতে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ

0
234

Sharing is caring!

আজ ২৭ জানুয়ারি বিকাল ৪ টায় নগরীর সাগরদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল।

- Advertisement -

এসময় উপস্থিত ছিলেন মোঃ তোতা মিয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল। গোপন সংবাদের ভিক্তিতে সাগরদী চান্দুর মার্কেট এলাকার আক্কেল আলী সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে। রাহাত ভিলায় অভিযান চালিয়ে একটি গুদামঘরে বিপুল পরিমানের অবৈধ পলিথিন জব্দ করা হয়। পাশেই কাজী আছাদুল হক এর ঘড়ে একই মালিকের আরো দুইটি গুদামঘর পাওয়া যায়। এসময় ঘটনাস্থলে গুদামের মালিককে পাওয়া যায়নি। তিনটি গুদামে বিভিন্ন ধরনের পলিথিন পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে ৩ টন পলিথিন পাওয়া গেছে যার অনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের সহযোগিতায় মোবাইল কোর্টে সহযোগিতা করেন এসআই মোঃ জিহাদসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। পরে জব্দ কৃত পলিথিন মোঃ তোতা মিয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, বরিশাল। এর জিম্মায় দেওয়া হয়।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here