মঙ্গলবার , ৭ মার্চ ২০১৭ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

গলের অতীত স্মরণ করেই আত্মবিশ্বাসী মুশফিক

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ৭, ২০১৭ ১২:৪৬ পূর্বাহ্ণ

টেস্টে ডাবল সেঞ্চুরি গল্প বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্যে খুব বেশি সম্মৃদ্ধ নয়। হাতেগোনা তিন জন (মুশফিক, সাকিব ও তামিম) আছেন এই গল্পের নাম ভূমিকায়। এদের মধ্যে সবার প্রথমে যার নামটি আছে, তিনি হলেন শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ টেস্ট দলের দলপতি মুশফিকুর রহিম। ২০১৩ সালের মার্চে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি উদযাপন করেছিলেন তিনি। এবার সেই গলেই চারবছর পর আবারও স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ দল। আর মাঠে নামার আগে অতীতের সেই সুখস্মৃতি ভেবেই এই টেস্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাস পাচ্ছেন দলপতি মুশফিক।

সোমবার (৬ মার্চ) ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম কথা বলেছেন সংবাদকর্মীদের সঙ্গে। এ মাঠের অতীত ঐতিহাসিক স্মরণ করে মুশফিকের কেমন লাগছে? সাংবাদিকদের এমন প্রশ্নে মুশফিক বলেছেন, ‘ভালো কিছু যখন অর্জন করা যায়, তখন খুব ভালো অনুভূতি কাজ করে। সেটা ব্যক্তিগত সাফল্য হোক বা দলগত সাফল্যই হোক না কেন। দারুণ উপভোগ্য সেই অর্জন। অতীত যদি ভালো থাকে অবশ্যই সেটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। গল স্টেডিয়ামে আমাদের সাফল্য অবশ্যই আত্মবিশ্বাসী করে তুলবে। ব্যক্তিগতভাবেও আমার বেশ ভালো লাগছে।’

২০১৩ সালে তো কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস ছিল। এবার তারা নেই। এজন্য কি আত্মবিশ্বাস আরো বেশি থাকবে আপনাদের? জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘অবশ্যই তাদের না থাকাটা বিশেষ কিছু জায়গায় আত্মবিশ্বাসী করে তুলবে। কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস থাকার পর আমরা দলগতভাবে যে সাফল্য পেয়েছিলাম, তা ছিল সত্যিই আমাদের জন্য ইতিবাচক ও ভালো দিক। অবশ্যই সেই পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে। তবে এখানে এখন নতুন করে শুরু করতে হবে।’

এদিকে লঙ্কানদের একেবারেই নতুন দল নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক বলেছেন, ‘ওদের(শ্রীলঙ্কার) অ্যাটাক পুরোপুরি চেঞ্জ। রঙ্গনা হেরাথ ছাড়া এই টেস্টে এখন পর্যন্ত আর কেউ নেই যে আমাদের বিপক্ষে খেলেছে। দলটি একেবারে তরুণ হলে বেশ ভালো করছে। ঘরের মাঠে তারা ভালো করছে। দক্ষিণ আফ্রিকায় ও অস্ট্রেলিয়াতে টেস্টে না পারলেও অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। ওদের বিপক্ষে ভালো করতে হবে, আমাদের অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে। আশা করছি আমরা ভালো করতে পারব। এবং খেলায় পূর্ণ মনোযোগ রাখতে পারব।’

আগের তুলনায় গলের এবারের উইকেটে অনেক ভিন্নতা রয়েছে জানিয়ে মুশফিক বলেছেন, ‘উইকেট অবশ্যই ভিন্ন। তবে এ উইকেটেও ভালো ব্যাট করা যাবে। প্রথম দুই দিন হয়তো পেসাররা কিছু সহায়তা পেতে পারে। দিন যতই যাবে উইকেট তত ভাঙবে। স্পিনাররা তখন ভালো কিছু পেতে পারে। তারপরও আমি বলব, ভালো ব্যাটিং করা সম্ভব। বাতাসের কারণে পেসাররা বল মুভমেন্ট করতে পারবে।’

ওদিকে লঙ্কার আবহাওয়া নিয়ে বেশ দুঃশ্চিন্তায় আছেন দলপতি মুশফিক। কারন এই এবার বেশ গরম পড়ছে সেখানে। এ জন্য বেশ ত্যক্ত-বিরক্ত ক্রিকেটাররা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গতবারের তুলনায় এবার আমার যে জিনিসটি পরিবর্তন মনে হলো, এবার গরম অনেক বেশি। উইকেটে টিকে থাকার থেকেও বেশি কঠিন হবে এখানকার গরমে টিকে থাকা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। একটা অনুশীলন ম্যাচও খেলেছি। দুই দলের জন্যই কষ্টকর হবে। তবে আশা করছি মানিয়ে নেওয়া যাবে।’

এ টেস্টে আপনার লক্ষ্য কী থাকবে? জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘দুই দলেরই ভালো সুযোগ আছে পাঁচ দিনে রেজাল্ট বের করে নেওয়ার। আমাদের অবশ্যই ওদিকে মনযোগী হতে হবে। তারা জানে, তাদের হোম কন্ডিশনে কীভাবে খেলতে হবে, কীভাবে ফল বের করতে হবে। ওরা অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ৩-০ যেটা জিতেছে এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। সামনে কঠিন সময় অপেক্ষা করছে এবং ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত এ কঠিন সময়ের মুখোমুখি হওয়ার।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। তবে এবার কি ভারতের বিপক্ষে একাদশ বদলে যাবে এখানে এসে? সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যায় মুশফিক বলেছেন, ‘আমরা দুদিন আগেও দেখেছি উইকেটে ঘাস আছে। এখন ততটা নেই। আমাদেরকে যে উইকেট অফার করবে সেখানেই আমাদের খেলতে হবে। আমরা আজ অনুশীলন করব। কাল সকালেও উইকেট দেখব। তারপর কোন পেসার, কতজন পেসার নিয়ে খেলব, সেটা সিদ্ধান্ত নিব। স্পিনার না পেসাররা বেশি সুবিধা পাবে, সেটা দেখে আমরা একাদশ সাজাব। আমাদের পর্যাপ্ত সোর্স আছে। আমরা সবাই খেলার জন্য প্রস্তুত ও ফিট।’

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি