রির্পোটঃ এইচ আর হীরা ॥
নগরীর কাশীপুর ইছাকাঠী এলাকায় গতকাল সোমবার গভীররাতে টিনের ঘর উঠিয়ে খৃষ্টান সম্প্রদায়ের জমিদখল করার অভিযোগ উঠেছে।এ খবর বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করলে এস আই মিজানুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জমির মালিক অমল হালদারকে লিখিত ভাবে অভিযোগ দেয়ার নির্দেশ দেয়। অমল হালদার বলেন আমি ২৫বছর আগে ৫০৮৯নং দলিলমূলে ৬শতাংশ জমি ক্রয় করে গাছ-পালা রোপনকরে বসবাস করে আসছি। খৃষ্টান সম্প্রদায়ের লোক হওয়ায় আমার অসহাত্যের সুযোগে এলাকার একটি চক্র কিছুদিন ধরে আমার জমি দখলের পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। দিনের বেলায় কিছু না করতে পেরে রাতের আধারে অস্ত্রের মুখে জিম্মি করে একদল সন্ত্রাসী একটি টিনের ঘর উত্তোলন করে জোরপূর্বক জমি দখল করে।ওই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করে আমাদের জমি থেকে সড়াতে না পেরে রাতের আধারে জোরপূর্বক ঘর উত্তোলন করে জমি দখলে নেয়।এব্যাপারে আমার মেয়ে জামাই নান্টু গতকাল সকালে ঘর উত্তোলনের সাথে জড়িত থাকার কারনে স্থানীয় হাবিবুর রহমান,রুবেল,রাজিব,জামাল,রাহাতসহ আরো৩/৪জনকে অজ্ঞাতনামা ব্যাক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করে।এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ইছাকাঠীতে রাতের আধারে স্থানীয় একটি চক্র খৃষ্টান সম্প্রদায়ের জমিদখলের উদ্দেশ্যে টিনের ঘর উত্তোলন করে শুনতে পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।ঘটনার সত্যতা পাওয়ায় ভূক্তোভোগীদের লিখিত অভিযোগ দিতে বলি। ভূক্তোভোগীরা লিখিত অভিযোগ দিলে থানার এস আই বসিরকে ব্যাবস্থা নেয়া নির্দেশ দেয়া হয়।এ ব্যাপারে এস আই বসির সাংবাদিকদের জানান,আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছি।এখন স্যারদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা )সঠিকঘটনা জানাবো ।তারপর তারা ব্যাবস্থা নিবেন। কি করবেন।

















