এইচ আর হীরা ll
কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিজেকে সর্বদা সম্প্রিক্ত রেখেছেন বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: শহিদুল ইসলাম তালুকদার .জনগণ সমর্থিত এই কাউন্সিলর আওয়ামী সরকারের আমলে নির্বাচিত হয়ে তার বুদ্বিমান ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে অবহেলিত ২২নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও পয়নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যাবহার .একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন .যদিও কিছু কিছু ড্রেনেজ এর কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে .তবে তার বক্তব্য অনুযায়ী বিসিসি টেন্ডার পাশ হয়েছে বলে নিশ্চিত করেছেন শিগ্রই ড্রেনেজ এর কাজ শেষ হবে বলে আশা করেন .তার দাবি ইতিমধ্যে ২২নং ওয়ার্ডের শতকরা ৬০ভাগ কাজের উন্নয়ন শেষ হয়েছে .এলাকার লোকজনের সাথে আলাপকালে তারা জানান পূর্বে রাস্তা ড্রেনেজ রোড লাইট ব্যাবস্থা খারাপ থাকলেও শহিদ তালুকদার নির্বাচিত হবার পর এলাকার ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে জিয়া সড়ক এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নূরুল ইসলাম বলেন জিয়া সড়ক থেকে যে কোনো সড়কে (প্রধান সড়ক)সহজেই যাওয়া যায় ২২নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য জানা যায়.তিনি নির্বাচিত হওয়ার পূর্বে সাধারণ জনগণকে যে আশ্বাস দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রতিস্রতি ছিলো ২২নং ওয়ার্ডে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা.২০১৬ সালে তিনি জনগণকে দেয়া সেই প্রতিস্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হন .২০১৭সালের ১ম জানুয়ারী রুস্তম আলী তালুকদার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের সরকার নির্ধারিত বই বিনামূল্যে বিতরণ করেন .কাউন্সিলর শহিদ তালুকদার এর সাথে আলাপকালে তিনি বলেন জনগণ আমাকে নির্বাচিত করেছে তাদের পাশে থাকার জন্য এবং তাদের সুখে দুঃখে তাদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি .জনগণ আমাকে যে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে যতদিন আমি এই দায়িত্বে কর্মরত আছি ততদিন সততার সাথে এ দায়িত্ব পালন করার চেস্টা করবো .

















