মিয়ানমারের উপকূল অতিক্রম করেছে ‘মারুথা’

0
384

Sharing is caring!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মারুথা’ রবিবার রাত ৩টার দিকে মিয়ানমারের স্যান্ডোওয়ের উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

- Advertisement -

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ এপ্রিল) সকালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমার উপকূলের অদূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মারুথা’ আরও সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার রাত ৩টায় স্যান্ডোওয়ের কাছ দিয়ে মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

তবে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সন্ধ্যা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এরপর এর নাম দেওয়া হয় ‘মারুথা’। এটিই চলতি বছরের উত্তর ভারত মহাসাগর এলাকার প্রথম ঘূর্ণিঝড়।

(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here