গাজী পরিবারের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন ।।

0
525

Sharing is caring!

রির্পোটঃ মোঃ জাকারিয়া আলম দিপু।।

গত ৩০ জুন শুক্রবার “গাছ লাগাই ,পরিবেশ বাচাই” স্লোগানে জামালপুর জেলার বকশিগঞ্জে গাজী পরিবারের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।কার্যক্রমটির উদ্বোধন ঘোষণা করেন গাজী পরিবারের সদস্য  চলতি বছর জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।

- Advertisement -

উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীর পাড়া গ্রামের ‘গাজী পরিবার’র পৃষ্ঠপোষকতায় স্থানীয় প্রশাসন ও জনগণের অংশগ্রহণে ২.৫ কিলোমিটার দীর্ঘ ‘শহীদ মুক্তিযোদ্ধা গাজী মোঃ আহাদুজ্জামান সড়ক’র দুই পাশে মেহগিনি, কাঁঠাল, কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও অন্যান্য জাতের প্রায় ১.৫ হাজার গাছের চারা রোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো্  উপস্থিত ছিলেন  পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) গাজী মো. আলতাফুজ্জামান, আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, বকশিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক,উপজেলা প্রকৌশলী, বকশিগঞ্জের থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন ,বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ,আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ  হেলাল উদ্দিন খান, ওসি (তদন্ত) মো. রম্নবেল মাহমুদ, আমিন মোহাম্মদ গ্রুপের এজিএম গাজী মো. আজাদুজ্জামান, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ,বগারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ উদ্দিন সহ এলাকার সুধীজন,স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রীগণ, উত্তর আলীরপাড়া আদর্শ ক্লাবের সদস্যগণ, স্থানীয় জনসাধারণ, মিডিয়া’র প্রতিনিধিগণ, গাজী পরিবারের সদস্যসহ আরও অনেকে।

ফটোগ্যালারীঃ

 

Image may contain: 17 people, people standing and outdoor

Image may contain: 2 people, people standing, sky, outdoor and natureImage may contain: 10 people, people smiling, people standing and outdoorImage may contain: 4 people

Image may contain: 8 people, people smiling, outdoor

Image may contain: 1 person, smiling, plant, flower, tree, outdoor and nature

Image may contain: 10 people, people standing, crowd and outdoor

(Visited 20 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here