শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০১৭ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঢাকা-বরিশাল নৌরুটে নিরাপদ নয় গ্রীন লাইনে যাত্রা

প্রতিবেদক
alltimebdnews24 com
ডিসেম্বর ২৯, ২০১৭ ১১:০৯ অপরাহ্ণ

রিপোর্ট : শামীম হোসেন জয়।।

গতকাল ২৮ শে ডিসেম্বর ” এম বি গ্রীন লাইন ২” বরিশাল থেকে বিকাল তিনটার সময় ছেড়ে আসার কথা থাকলেও ঢাকা থেকেই যাত্রী নিয়ে বরিশালে আসে বিকাল চার টার পরে। পাঁচ টার পর বরিশাল থেকে ছেড়ে আসা নৌযানটিতে যাত্রী ছিলো প্রায় আট শতাদিক। যাত্রীদের জন্য নির্ধারিত আসন ছারাও প্লাস্টিকের চেয়ারে বসা ছিলো অসংখ্য যাত্রী। রাত এগারোটার দিকে ধলেরসরি নদীতে এসে বালুভর্তি বলগেটের সাথে মুখমুখি ধাক্কায় যাত্রীদের মধ্যে আতাংক ছরিয়ে পরে। এসময় নৌযানটির স্টাপরা যাত্রীদের জানান কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না । আমাদের জাহাজে কুয়াশাপ্রুব লাইট নেই। জাহাজের মটার সহ বেশ কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমার নদীর তীরে নিরাপদে আছি। আমরা এখানেই অবস্থান করবো।

৩৮ তম বিসিএস সহ নানা জরুরি কাজে ঢাকা মুখি যাত্রীদের অনিশ্চিতার মেঘ আরো ঘনিভূত হয়ে পরে। যাত্রীদের হৈ হুলা আর চাপের মুখে স্টাপরা নানা ধরনে তথ্য দিতে গেলে আরো তোপের মুখে পরে। এক পর্যায় প্রায় এক ঘন্টা পর নৌ পুলিশের একটি দলের আপ্রান চেষ্টায় জাহাজ টি রাত দুইটার সময় ঢাকার সদর ঘাট আসতে সক্ষম হয়। উলেখ্য এম বি গ্রীন লাইন এ রুটে যাত্রা শুরু থেকেই দূঃঘটনা কিছুতেই যেনো পিছু ছারছে না। যাত্রীদের অভিযোগ দক্ষ চালক ও প্রয়োজনী উপকরন না থাকায় এ ধরনের দুঃঘটনা ঘটছে। সময়ের ব্যাপারে এরা বরাবরই উদাসহীন।

(Visited ২০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়