মঙ্গলবার , ৩০ মে ২০১৭ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ম্যানচেস্টারে হামলা : সহায়তার হাত বাড়ালেন আরিয়ানা

প্রতিবেদক
alltimeBDnews24
মে ৩০, ২০১৭ ১১:৫৫ অপরাহ্ণ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার শিকার সব মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন শিল্পী আরিয়ানা গ্রান্দে। একই সঙ্গে ওইসব মানুষের জন্য নিজের সাধ্যের সব কিছু দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে চান তিনি।

নিজস্ব ভেরিফাইড টুইটার একাউন্টে পোস্ট করা এক চিঠিতে এ কথা জানান আরিয়ানা।

আরিয়ানা গ্রান্দে লিখেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, কিংবা যারা রয়েছেন মৃত্যুশঙ্কায়, অথবা যারা হৃদয়ে জমিয়েছেন দুঃসহ হামলার স্মৃতি’, সেইসব হতাহত মানুষ আর তাদের স্বজনদের জন্য তীব্র শোক প্রকাশ ও প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, আপনাদের দুঃসহ যন্ত্রণার ভোগান্তি লাঘবের সাধ্য আমার নেই। কেবল আমার কেন, আসলে অন্য কারও নেই। তবে আমার হৃদয় যে কোনও পথে আপনাদের সঙ্গে একাত্ম হতে চায়। আপনাদের যে কোনও দরকারে আমার সাধ্যের সবটুকু দিয়ে কিছু করার তাগিদ বোধ করি। তাই হাত বাড়িয়ে রাখলাম আপনাদের দিকে।

উল্লেখ্য, সোমবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১৯ জন।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি